আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তারা আইসিসি’র ১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর। প্রতিনিধি দলটি আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে আমার দেশকে বিএনপির পত্রিকা বলা হতো, এখন বিএনপি-জামায়াতের পত্রিকা বলে। জামায়াতের ক্ষমতায় আসার মতো পরিবেশ হলে তারা অন্য কারো পত্রিকা বলে ট্যাগ দিবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার দেশ কোনো দলের পত্রিকা নয়। আমার দেশ বাংলাদেশের সাধারণ জনগণের পত্রিকা।
দৈনিক আমার দেশ-এর নতুন পথচলার মাসখানেকের মাথায় ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হয়েছে প্রতিনিধি সম্মেলন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পত্রিকার প্রেসে প্রথম ধাপের সম্মেলন শেষ হয়েছে।